দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক শামসুদ্দিন বিশ্বাস (১০৬) আর নেই। বুধবার (২২ অক্টোবর) ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।
মরহুমের বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বুধবার ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরো জানান, তার পিতা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সরকারি ভাতা পেয়ে আসছিলেন।
শামসুদ্দিন বিশ্বাসের জানাজা শেষে যোহরবাদ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। জানাজার আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানাজায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
রাতদিন সংবাদ







