Friday, December 5, 2025

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসলাম হোসেন আর নেই

সৈয়দ রিপন, অভয়নগর প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন(ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আসুস্থ অবস্থায় তিনি বেশ কিছুন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সদালাপী আসলাম হোসেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিরও সভাপতি  ছিলেন। তিনি স্ত্রী ,এক মেয়ে এবং এক ছেলে ছাড়াও অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে সাংবাদিকসহ নওয়াপাড়ার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। ফুসফুস জনিত রোগে দীর্ঘদিন ঢাকার ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ মাগরীব নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

তার নিজ গ্রামের বাড়ি শংকরপাশা নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। বিলিষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেনের মৃত্যুতে অভয়নগর বাসি গভীর ভাবে শোকাহত।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর