সৈয়দ রিপন,আভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরের নওয়াপাড়ায় রোটারী ক্লাবের উদ্দ্যেগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নওয়াপাড়া রোটারী খোরশেদ আলী মোগল কমপ্লেক্স ভবনে দু’শত দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট শাহ্ মুকিত জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হুসাইন খান, রোটারী ক্লাবের সাবেক সভাপতি শাহ্ জালাল হোসেন, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রোটারী আ:আজিজ সরদার, আব্দুল্লাহ হেল বাকী, দিপক কুুুুমার সাহা, রবিউল ইসলাম, আ:সালাম প্রমুখ।







