Friday, December 5, 2025

চৌগাছার মহিলালীগ নেত্রী শায়লা নাকি জামায়াত নেতার মেয়ে ও বিএনপি নেতার বৌ !

যশোরের চৌগাছা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শায়লা জেসমিন নাকি জামাত নেতার মেয়ে এবং তার স্বামী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বলে অভিযোগ করেছেন পৌর আওয়ামীলীগের নেতারা। শায়লা জেসমিন আওয়ামী লীগ সমর্থিত যশোর জেলা পরিষদের নির্বাচিত সদস্যও।এছাড়াও  পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হতে চান তিনি। তবে, এ ধরণের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন শায়লা। গত ২৮ ডিসেম্বর চৌগাছা পৌর আওয়ামী লীগের  সভাপতি অধ্যক্ষ জাহিদুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি অভিযোগ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি ঢাকার ঠিকানায় পাঠানো হয়েছে বলে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন । লিখিত অভিযোগে আওয়ামী লীগের নেতারা উল্লেখ করেছেন যে, শায়লা জেসমিন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জামাতের প্রচার সম্পাদক বোরাক মন্ডলের মেয়ে। তার সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মতিউর রহমানের অতি আপনজন । এছাড়া তার স্বামী শফিউদ্দিন মন্ডল ওরফে ফুল মিয়া পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বলে  দাবি করেন তারা।  আরো অভিযোগ করেন,  আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কিছু নেতাদের সহযোগিতায় আওয়ামীলীগে প্রবেশ করেছেন শায়লা এবং পদ হাতিয়ে নিয়েছেন চৌগাছা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের। এরপর থেকে লাগামহীন দূর্নীতিতে লিপ্তহন তিনি । এখন পৌর নিবাচনে অংশ নেয়ার পায়তারা করছেন।তাদের আরো অভিযোগ শায়লা জেসমিন বহুল আলোচিত পাপিয়া গ্রুপের সক্রিয় সদস্যও। যদিও এ বিষয়ে  শায়লা জেসমিন বলেন, এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা। তিনি বলেন ২০১৩ সালে তাকে চৌগাছা উপজেলা আওয়ামী
মহিলা লীগের সাধারন সম্পাদক করা হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার জনপ্রিয়তায় ঈর্ষায়িত হয়ে এ ধরণের অপপ্রচার চালাচ্ছেন বলে জানান তিনি।  এবিষয়ে জানতে চাইলে চৌগাছা পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাহিদুর রহমান বলেন, শায়লা জেসমিনের বাবা জামায়াতের সদস্য । তিনি  ১৯৯০ সাল থেকে পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তখনও শায়লা জেসমিনের স্বামী বিএনপি করতো । এরমাঝেই সে আওয়ামীলীগ বনে যান কিভাবে তা তার জানা নেই।  এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানও শায়লা জেসমিনকে নিয়ে একই কথা বলেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর