Friday, December 5, 2025

সাগরদাঁড়িতে মধুসূদন স্মৃতি সংসদ উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে ৭জানুয়ারী বিকেলে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

ফাইনালে কলারোয়ার কাজীর হাট ২-০ ব্যবধানে মণিরামপুরের রাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম এবং যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর