যশোর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের আয়োজনে প্রীতি ভলিবল প্রতিযোগিতায় জয় পেয়েছে জেলা দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত সমন্বয় ভলিবল দল।
বুধবার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় তারা ৩-১ সেটে পরাজিত করে প্রশিক্ষণার্থী ভলিবল দলকে। প্রথম সেটে ২৪-২২ পয়েন্টে জয় পায় সমন্বয় ভলিবল দল। তারা দ্বিতীয় সেটে ২১-২৪ পয়েন্টে পরাজিত হয়। পরের দু’সেটে ৩০-২৮ ও ২৪-২০ পয়েন্টে তারা জয় তুলে নেয়।
উল্লেখ্য,গত ৭ডিসেম্বর থেকে ভলিবল পরিষদের আয়োজনে শুরু হয় অনূর্ধ্ব-২০ যুব ভলিবল খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ শিবির। এসব খেলোয়াড়রা কতটা উন্নত প্রশিক্ষণ রপ্ত করতে পেরেছে তা পরখ করার জন্য এই ম্যাচের আয়োজন করা হয়। আগামী ৯ জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের সমাপনী ঘটবে বলে আয়োজকরা জানিয়েছে।
রাতদিন সংবাদ







