Friday, December 5, 2025

অভয়নগরে নিরাপদ মৎস্য উৎপাদনে ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

সৈয়দ রিপন. অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে নিরাপদ মৎস্য উৎপাদনে গুড অ্যাকুয়াকালচার প্রাকটিস ও ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হুসাইন সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মৎস্য অফিসের এক্সটেনশন অফিসার ফারিয়া সুলতানা সহ ৪০ জন প্রশিক্ষণার্থী। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (২০১৯-২০২০ অর্থ বছর) আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের সহযোগিতায় মৎস্য ও প্রাণী সম্পদ কমিটির কারিগরি সহযোগিতা এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর