Friday, December 5, 2025

আজকের রাশিফল: আজ সতর্ক থাকতে হবে যাদের

আজ সোমবার চাঁদের অবস্থান কন্যা রাশিতে। শুভ যোগের কারণে কিছু রাশি বিশেষ সাফল্য পাবেআবার কয়েকটি রাশির জাতকজাতিকাদের থাকতে হবে সতর্ক।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
আজকের দিন ধৈর্য ধরে চলা প্রয়োজন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। অপ্রত্যাশিত খরচ হতে পারেতাই খরচে সংযমী হওয়া ভালো।

বৃষ (২১ এপ্রিল – ২০ মে):
অর্থ ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ থেকে উপকার পাবেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন):
কাজে উন্নতি ও আত্মবিশ্বাস বাড়বে। প্রভাবশালী কারও সহায়তায় সুবিধা পাবেন। পড়াশোনা বা গবেষণায় সাফল্য আসবে।

কর্কট (২১ জুন – ২১ জুলাই):
আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখবর পাওয়া যেতে পারে। ভ্রমণে আনন্দ ও নতুন অভিজ্ঞতা আসবে।

সিংহ (২২ জুলাই – ২১ আগস্ট):
অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিনিয়োগে ঝুঁকি নেবেন না। অহেতুক বিরোধ এড়িয়ে চললে দিন ভালো যাবে।

কন্যা (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
অংশীদারিত্বে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে। আত্মবিশ্বাস ও সুনাম দুটোই বাড়বে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
সম্পর্কে ধৈর্য ধরুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। বিনিয়োগে ঝুঁকি নেয়া উচিত নয়।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না। স্বাস্থ্যের দিকেও নজর দেয়া প্রয়োজন।

ধনু (২২ নভেম্বর – ২০ ডিসেম্বর):
পরিবারের বিষয়ে মনোযোগ দেয়া জরুরি। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পেতে পারে।

মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
সরকারি কাজ বা আইনি বিষয়ে সুফল মিলতে পারে। তবে মানসিক চাপ বেশি থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
সম্মান ও সামাজিক মর্যাদা বাড়বে। নতুন কাজ শুরু করার জন্য ভালো দিন। খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
অর্থ ও প্রভাবশালী যোগাযোগে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সুযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস ও প্রভাব দুটোই বৃদ্ধি পাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর