Friday, December 5, 2025

বেনাপোল কাস্টম হাউসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, পরিচয়পত্র বাধ্যতামূলক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টম হাউসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন সদ্য যোগ দেওয়া কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। এখন থেকে শুধুমাত্র ‘কাস্টম সরকার পারমিট কার্ড’ধারীরাই কাস্টমস ভবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

গত ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাঁকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। এরপর ২৮ জুলাই থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়। এর মূল লক্ষ্য—কর্মস্থলে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৯টার আগেই সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হচ্ছে। আগে যেখানে নিয়মিত অনুপস্থিত থাকা ও দেরিতে আসার প্রবণতা ছিল, সেখানে এখন দৃশ্যমান পরিবর্তন এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএন্ডএফ কর্মচারী জানান, “যার বৈধ কার্ড আছে, কেবল তারাই অফিসে প্রবেশ করতে পারছে। পরিবেশ এখন অনেকটাই স্বচ্ছ ও নিয়ন্ত্রিত মনে হচ্ছে।”

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “কার্ড ছাড়া কেউ যেন ভেতরে ঢুকতে না পারে—এই সিদ্ধান্ত সময়োপযোগী। তবে অনেকেরই কার্ড পুরনো বা মেয়াদোত্তীর্ণ। দ্রুত নতুন কার্ড দেওয়ার ব্যবস্থা নিতে হবে।”

সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “পরীক্ষার মাধ্যমে নতুন করে কাস্টম সরকার পারমিট কার্ড দেওয়া হবে—এতে যোগ্য ব্যক্তিরাই সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

কাস্টম সূত্রে জানা গেছে, নতুন করে কাস্টম সরকার পারমিট কার্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১৭ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং ১ সেপ্টেম্বর সকাল ১১টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রাফেজা বেগম বলেন, “নবনিযুক্ত কমিশনারের নির্দেশে কাস্টমস ভবনে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতেই হবে। পুরনো কার্ড দিয়েই আপাতত প্রবেশ করা গেলেও শিগগিরই নতুন পরিচয়পত্র ও পারমিট কার্ড প্রদান করা হবে।”

সংশ্লিষ্টদের মতে, নতুন কমিশনারের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কাস্টম ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর