Friday, December 5, 2025

মণিরামপুরে পাঁচশ’ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই

মনিরামপুর প্রতিনিধি: উৎসব ছাড়াই মণিরামপুর উপজেলার পাঁচশ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

শুক্রবার ও শনিবার জাতীয় পাঠ্য পুস্তক দিবস উপলক্ষে এসব প্রতিষ্ঠানে স্বল্প পরিসরে ক্লাসভিত্তিক বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে স্বল্প পরিসরে শিক্ষার্থী ও শিক্ষকসহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার পরও বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে ভালো লাগছে। নতুন বই হাতে পেয়ে তারা খুশি, এখন থেকে নিয়মিত বই পড়তে পারবে। তবে স্কুল না খোলায় পড়াশুনা ঠিকমত হচ্ছে না বলে জানায় শিক্ষার্থীরা।

উপজেলা বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সিরাজুম মনিরা ও মুক্তারপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক তহমিনা খাতুন জানান, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা দারুন খুশি হয়েছে। শিক্ষার্থীরা স্কুলমুখো হওয়ার জন্য তাদেরকে তাগিদ দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, মণিরামপুর উপজেলার একশ’ ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৩টি স্বতন্ত্র এবতেদায়ী ও ৬৯টি মাদ্রাসায় দিবসটি পালন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিভিত্তিক তিন দিন করে চারটি ক্লাসে মোট ১২ দিনে বই বিতরণের কার্যক্রম চলবে বলে তিনি জানান।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস জানান, সারাদেশের ন্যায় মণিরামপুর উপজেলার দুশ’ ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর