সৈয়দ রিপন,অভয়নগর প্রতিনিধি: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
অভয়নগর উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও এনজিও’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার সকালে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এছাড়া অনান্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা নির্মল কান্তি সরকার, ফিল্ড সুপার ভাইজার ইসহাক আলী, ইমদাত হোসেন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।







