মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে ট্রাকটরের ধাক্কায় জামাল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়া চিড়ার মিল-সংলগ্ন মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামাল গাংড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় সোনালী ব্রিকসের শ্রমিক।
জামালের প্রতিবেশী আব্দুর রহিম জানান, সন্ধ্যায় জামাল বাড়ি থেকে সাইকেল চালিয়ে মণিরামপুর বাজারে আসছিল। সে গাংড়া চিড়ার মিলের কাছে পৌঁছুলে ঢাকুরিয়াগামী একটি ট্রাকটর তাকে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যায়।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, ‘সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ছেলেটিকে হাসপাতালে আনে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।







