Friday, December 5, 2025

দত্তপাড়ায় কেরাম টুর্নামেন্টে চুড়ামনকাটিকে হারিয়ে পুলেরহাট চাম্পিয়ান

যশোর সদর উপজেলার দত্তপাড়া বাজার কমিটির আয়োজনে  ১৬দলীয় কেরামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চুড়ামনকাটিকে হারিয়ে চাম্পিয়ান হয়েছে পুলেরহাট দল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রহিম ক্যারামঘরে টুর্নামেন্টের এ ফাইনাল  ম্যাচ অনুঠিত হয়। খেলা শেষে বিজয়ীদলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল ও রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে দুইটি রাজা হাঁস তুলে দেয়া হয়। এসময় দত্তপাড়া বাজার কমিটির সাধারন সম্পাদক আশাদুল ইসলাম উপস্থিত ছিলেন। রহিম কেরাম ঘরের মালিক রহিম মিয়ার সার্বিক  তত্ত্বাবধায়ন ও  দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিরাজ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্থানীয়রা অংশ নিয়ে প্রতিযোগিদের খেলা উপভোগ করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর