যশোর শহরের বকচরে দিনব্যাপী আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহর ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন ও পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম।শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজওয়ান হোসেন মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তসিকুর রহমান রাসেল, শহর ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ এবং শ্রমিকনেতা মোল্লা জনি।টুর্নামেন্টে মিজান একাদশ চ্যাম্পিয়ন ও সুপারিবাগান একাদশ রানারআপ হয়েছে।
রাতদিন সংবাদ







