জাকির হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে ইদ্রিস আলী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।নিহত ইদ্রিস আলী ভ্যানচালক ছিলেন। তিনি উপজেলার মজিতপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামের সাহাবুদ্দিন সরদারের ছেলে। তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশের আজিজুর রহমানের ধানের পাতোর (চারা) খেত থেকে ইদ্রিস আলীর মরদেহটি উদ্ধার হয়।মা ফতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে ভাড়া খাটার উদ্দেশ্যে ভান নিয়ে ইদ্রিস আলী বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে শ্রমিকরা স্থানীয় জমিতে আলু তুলতে এসে ইদ্রিসের মরদেহটি দেখতে পান। এলাকাবাসী দ্রুত বিষয়টি পুলিশকে জানান। থানার এস আই ফজলে রাব্বি বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যান।এসআই ফজলে রাব্বি জানান, নিহতের পকেটে দুশ’ ৩০ টাকা পাওয়া গেছে। তার ভ্যানের কোনো হদিস পাওয়া যায়নি। কেশবপুর থানার ওসি জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। যে বা যারাই এই হত্যাকান্ড সংঘটিত করেছে তাদেরকে দ্রুত খুঁজে বের করা হবে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।
প্রসঙ্গত, গত বছর শাহিন নামে ১১ বছর বয়সী এক ভ্যানচালকে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ওই কিশোর চালকের অবস্থা খুবই সংকটাপণ্ন ছিল। তার চিকিৎসা সহায়তায় সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগী হয়েছিলেন। শাহিন বাড়ি ফিরে আসলেও এখন প্রতিবন্ধী।







