Friday, December 5, 2025

অভয়নগরে হঠাৎ মোটরসাইকেল চুরি বেড়েছে

সৈয়দ রিপন,অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলায় হঠাৎ করে মোটরসাইকেল চুরি বেড়ে গেছে। রাস্তার পাশে, অফিসের সামনে, বাড়ি থেকে এমনকি বিলের মধ্য থেকেও চুরি হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বাইক মালিকরা। প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে সক্রিয় চোর সিন্ডিকেট শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিভিন্ন বাইক মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মতিয়ার রহমান মোল্যার ছেলে তরিকুল মোল্যা তাঁর ব্লাক রঙের ১৫০সিসি এপাচি বাইক নিয়ে সবজি ক্ষেত দেখতে দেয়াপাড়া গ্রামে যান। দেয়াপাড়া ব্রীজ সংলগ্ন তাঁর নিজের পটল ক্ষেতের পাশে বাইক রাখেন। ক্ষেত থেকে ফিরে দেখেন বাইক নাই।

গতকাল বৃহস্পতিবার তিনি বাইক চুরির জিডি করেছেন। চুরি যাওয়া এপাচি মোটারসাইকেলের ডিজিটাল নং- যশোর ল- ১২- ৩২৫২, চেসিস নং- এমডি৬২৪ এইচসি১৫ এইচ২৮৫২১৯০, ইঞ্জিন নং- সি১৮৭২৪৩৮৬৮। এ ঘটনার কয়েক দিন আগে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন আরজু নামের এক ব্যবসায়ীর সাদা রঙের এপাচি মোটারসাইকলে বাড়ির মধ্য থেকে চুরি হয়। নওয়াপাড়া পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাইক চুরি হচ্ছে। লক করা বাইকও চুরি করছে চোরচক্র। বেপরোয়া চোর চক্রের অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাইক মালিকরা। বাইক মালিকদের পক্ষ থেকে প্রশাসনের নিকট সড়কে নজরদারী বৃদ্ধিসহ চোর সনাক্ত করে তাদেরকে আইনের আওাতায় আনার দাবি করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর