জাকির হোসেন,কেশবপুর(যশোর) প্রতিনিধি: কেশবপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০শে ডিসেম্বর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য্যালয়ের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







