Friday, December 5, 2025

ঝিকরগাছায় জনসচেতনতামূলক ও যুবদের সামাজিক ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান ও সন্ত্রাস-জঙ্গি নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক যুবকদের জনসচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় উপজেলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান নেছার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা। এসময় উপস্থিত ছিলেন জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, ডিআরও’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ব্যনবেইজ অফিসার মোঃ তরিকুল ইসলাম।

আফজাল হোসেন চাঁদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর