চৌগাছা (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ ভোটগ্রহণ চলে।
নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বাছাইয়ের এই ভোটে মূল দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভোটগ্রহণ চলাকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শোয়েব হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, শিক্ষক ফোরামের সভাপতি কামরুজ্জামান, চৌগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ইউসুফ আমীর পরাগ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি হাজী শিহাব উদ্দীন, পৌর শাখার সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মুফতি আশরাফুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
আর কে-০৬







