যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর (২২) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মোবারকপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।আহত সাগর জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিকরগাছা বাজার থেকে দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোবারকপুর গ্রামের অদূরে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে সেখানে ওৎপেতে থাকা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পিয়াল ও ছাত্রদল নেতা রানা তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, আহত সাগরের অবস্থা গুরুতর। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
রাতদিন সংবাদ







