Friday, December 5, 2025

ভবদহের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্বপন

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ভবদহ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে সরকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য নদী খনন, সেচ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তা অগ্রগতি হয়েছে। জনগণ এখন এসব উন্নয়নের সুফল পাচ্ছেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার সকালে ভবদহসহ মণিরামপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে উপরিউক্ত কথা বলেন। এ সময় ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া সেচ প্রকল্পসহ বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে সরেজমিন খোঁজ-খবর নেন।এ সময় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, শেখর চন্দ্র রায়, মশিয়ূর রহমান, মণিরুজ্জামান মণি, গাজী মাযাহারুল আনোয়ার, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কালীপদ মন্ডল, সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান কামরুল, ডাঃ আতিয়ার রহমান, চঞ্চল ভট্টাচার্য্য, হাফিজুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সম্পাদক তাসরিন সুলতানা শোভা, জলাবদ্ধ এলাকার বাসিন্দাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ভবদহ আন্দোলন কমিটির নেতৃবৃন্দ।

এরপর বিকেলে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শফি কামালের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও সাবেক ছাত্র নেতা তরুন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাষ্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও মামুন অর রশিদ জুয়েলের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষকলীগের সম্পাদক আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তপন বিশ্বাস পবন, আব্দুল মোমিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সামছুর রহমান, যুগ্ন আহবায়ক আব্দুল আলিম জিন্নাহ, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, মিজানুর রহমান, পলাশ ঘোষ প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর