Friday, December 5, 2025

যশোরে জালিয়াতি মামলায় শিল্পী নিশিকান্ত বৈরাগী কারাগারে

যশোরের মণিরামপুরে জালিয়াতির মামলায় বেতার ও বিটিভির নিয়মিত শিল্পী নিশিকান্ত বৈরাগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি অভয়নগরের রামসারা গ্রামের মুকুন্দ বৈরাগীর ছেলে।

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের অধিবাসী নিশিকান্তের শ্বশুর দুলাল চন্দ্র বৈরাগী ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর সবাই জানতে পারেন স্ত্রী বিথীকা বৈরাগী ও নিশিকান্ড বৈরাগী যোগসাজসে ৪ সেপ্টেম্বর দু’ একর ৭৪ শতক জমি নিজের নামে লিখে নিয়েছেন। পরে কৃপা চন্দ্র বৈরাগী চলতি বছরের ২০ জুলাই জালিয়াতির অভিযোগে বোন ও বোন জামাইকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলার তদন্ত করে পিবিআই ঘটনার সত্যতা পাওয়ায় ওই দু’ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার আসামি নিশিকান্ত বৈরাগী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর