যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত সেলিম হোসেন (২৮) মণিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের শাহাজান আলীর ছেলে। আহত রুবেল হোসেন (২৫) একই গ্রামের বাহারুল ইসলামের ছেলে ।
পুলিশ জানায়, সেলিম ও রুবেল ঢাকাতে একটি কোম্পানিতে চাকরি করেন। সোমবার দুপুরে তারা দু’জন মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর দু’টোর দিকে যশোর-মাগুরা সড়কের আড়পাড়া বাজারের অদূরে পৌঁছালে একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সেলিম ঘটনাস্থলে নিহত হন।পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত রুবেলকে উদ্বার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। বিকেল সাড়ে তিনটায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রাতদিন সংবাদ







