জাকির হোসেন, কেশবপুর(যশোর) প্রতিনিধি: কেশবপুরে সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বাষিক সম্মেলন ২৮ডিসেম্বর বিকেলে উপজেলা আওয়ামীগের দলীয় কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বাষিক এ সম্মেলন উপজেলা সদর কৃষক লীগের সভাপতি মতলেব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ালীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দীন গাজী,সাধারন সম্পাদক কবির হোসেন প্রমূখ।সম্মেলনের শেষে কেশবপুর সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক রিজাউল ইসলামের নাম ঘোষনা করেন উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। তিনি আরও বলেন বাকীদের নাম পরবর্তিতে ঘোষনা করা হবে।
কেশবপুর সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত







