— তৃণমূল ফুটবলে আন্তর্জাতিক আগ্রহের ছাপ
যশোরে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ ও ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক ব্যতিক্রমধর্মী ফুটবল উৎসব। গতকাল শুক্রবার (২৩ মে) শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে খুলনা বিভাগের ১৫টি ফুটবল অ্যাকাডেমির প্রায় ৬০০ খুদে ফুটবলার অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। তিনি ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাসহ একাধিক প্রীতি ম্যাচ উপভোগ করেন এবং খুদে ফুটবলারদের উচ্ছ্বসিত করতালিতে উৎসাহ দেন।
রাষ্ট্রদূত সিসা বলেন, “বাংলাদেশে ফুটবল কেবল খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক শক্তি—যা মানুষকে একত্র করে। আমরা চাই, এখানকার তরুণরা বিশ্বমানের প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের স্থান করে নিক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল, যিনি জানান, “আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবল বিষয়ক চুক্তির আওতায় এমন আয়োজন তৃণমূল ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনবে। যশোরের এই অ্যাকাডেমি ভবিষ্যতে দেশের ফুটবলে রোল মডেল হয়ে উঠবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, বাফুফের সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব শেষে অংশগ্রহণকারী অ্যাকাডেমি ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার ও ফুটবল বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ফুটবলপ্রীতি আর উদ্দীপনার এক উৎসবমুখর আবহ তৈরি হয় যশোরবাসীর মাঝে।
এই আয়োজন ফুটবলকে ঘিরে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্কের নতুন দিগন্তের ইঙ্গিত দেয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।







