Friday, December 5, 2025

যশোরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা: খেলায় সচেতনতার বার্তা

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো ‘মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫’।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ‘বারিয়ালী ফুটবল একাদশ চৌগাছা’ ও ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-০ গোলে জয় পায় হযরত ফুটবল একাডেমি। দলের ১১ নম্বর জার্সিধারী চয়ন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন এবং রূপালী ব্যাংকের যশোর শাখার এজিএম মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শিক্ষক মোঃ ফারুক হোসেন।

অতিথিরা বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বড় মাধ্যম হতে পারে। নিয়মিত এমন আয়োজন হলে সমাজ হবে আরও সুস্থ ও সচেতন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর