চৌগাছা (যশোর) প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে যশোরের চৌগাছায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
রোববার (১১ মে) বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর শাখার আমির আব্দুল খালেক, ওয়ার্ড সভাপতি আহসান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, “জুলুম-নির্যাতনের প্রতীক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশ আবার মুক্তির পথে এগোচ্ছে।” তাঁরা অভিযোগ করেন, গুম, খুন, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে জনগণের অবস্থানের ফলেই এই সিদ্ধান্ত এসেছে।
মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল: “এইমাত্র খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো”, “আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই” এবং “জামায়াতে ইসলামী জিন্দাবাদ”।
বক্তারা দেশবাসীর প্রতি ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।







