Friday, December 5, 2025

ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজন হিজড়া বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম এবং কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম।বিজিবি জানায়, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা পাঁচ বছর আগে ভারতে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোস্টের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর