Friday, December 5, 2025

বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় গাঁজা, ফেনসিডিল ও কসমেটিকস জব্দ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ৯৮ হাজার টাকার ভারতীয় গাঁজা, ফেনসিডিল, শাড়ি, কম্বল, চকলেট, খাদ্যপণ্য ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) ৪৯ বিজিবির অধীন শিকারপুর, শাহজাদপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব ভারতীয় পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, বিভিন্ন ধরনের শাড়ি ও কম্বল, চকলেট, খাদ্যপণ্য এবং কসমেটিকস সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই জব্দ অভিযান সফল হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর