বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে চলছে বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২। এ উৎসবকে কেন্দ্র করে শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে যশোর নগর বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথম সেমিফাইনাল ম্যাচ রোববার বিকেল ৪টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ এপ্রিল যশোর সরকারি এম.এম. কলেজ মাঠে উৎসবের শুভ উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উৎসবে অংশগ্রহণ করে যশোর শহরের ৯টি ওয়ার্ডের দল। ইতোমধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়ে ৪টি দল সেমিফাইনালে উঠেছে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড। দ্বিতীয় সেমিফাইনাল বুধবার, যেখানে খেলবে ১ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড। ১০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন বহিরাগত বা বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পাবেন।
চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও আকর্ষণীয় ট্রফি, রানারআপ দল পাবে ২৫ হাজার টাকা প্রাইজমানি। সেরা খেলোয়াড়, সেরা শৃঙ্খল দল ও যশোরের প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, যুগ্ম সম্পাদক জহিরুল আলম, টুর্নামেন্ট আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে যশোরের ক্রীড়াঙ্গন রাজনৈতিক প্রভাবের কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। বিএনপির এ উদ্যোগের মাধ্যমে ফুটবলপ্রেমীদের হারানো আগ্রহ ও স্বপ্ন আবারও জেগে উঠেছে।







