মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে পাচারকালে শাড়ি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ৭৬০ টাকা।
বৃহস্পতিবার (১ মে) ৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সন্দেহভাজন একাধিক প্যাকেট পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। তিনি আরও বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এসব অভিযান অব্যাহত থাকবে।”







