Friday, December 5, 2025

বৈশাখী ফুটবল উৎসবের উত্তেজনাপূর্ণ খেলায় ১ নম্বর ওয়ার্ডের জয়

যশোর নগর বিএনপির আয়োজনে বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২-এর প্রথম পর্বের শেষ খেলায় ১ নম্বর ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে জয় অর্জন করেছে। মঙ্গলবার যশোর টিচার ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই টানটান উত্তেজনাপূর্ণ খেলা।

দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গড়ায়, তবে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একই ধারা অব্যাহত থাকলেও ম্যাচের শেষ মুহূর্তে এসে ব্যবধান গড়ে দেন ১ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় মেহেদী হাসান। খেলার শেষ দুই মিনিটে তার করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ১ নম্বর ওয়ার্ড।

বিজয়ী দলের হয়ে গোল করা মেহেদী হাসানকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিজয়ী দল এবং সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, এবং টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর