Friday, December 5, 2025

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে জাফরনগর চাম্পিয়ান

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বোধখানাকে হারিয়ে জাফরনগর চাম্পিয়ান হয়েছে । এফজেইউবি উন্নয়ন সমিতির আয়োজনে বেনেয়ালী স্কুল মাঠে শুক্রবার রাত ৮টার সময় ১৬ দলের মধ্যকার ফাইনাল খেলায়  প্রধান অতিথি নাভারণ সার্কেল’র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরো  উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও আসন্ন গদখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সাহাবুদ্দিন আহমেদের ছেলে প্রিন্স আহমেদ, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, মেম্বর নুর হোসেন, মেম্বর তাজ উদ্দিন, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন আহমেদ, রাজা, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরিফুল ইসলাম তুতা, সাবেক গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, মাষ্টার এমামুল, জিমু, আক্তার, সাগর, আবুল হোসেন, সোহাগ, হাফিজুর, বিপ্লব, আরিফ, দেলোয়ার, ইন্তাজ, উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্ত, আরাফাত ও সৌরভ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর