মণিরামপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়েছেন কাজী মাহমুদুল হাসান।
শনিবার (২৬ ডিসেম্বর) দলের মনোনয়ন বোর্ড তার নাম ঘোষণা করেন। বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরআগে কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বসির আহমেদ খান, আসাদুজ্জামান আসাদ ও আওয়ামী লীগ নেতা জিএম মজিদ দলীয় মনোনয়নপত্র জমা দেন। ছয়জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দল কাজী মাহমুদুল হাসানকে চূড়ান্ত মনোনয়ন দেয়।
গত পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থী সাবেক তখনকার মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবালকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। শনিবার রাতে কাজী মাহমুদুল হাসানের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে দলটির পক্ষ থেকে মণিরামপুর শহরে আনন্দমিছিল হয়। এদিকে, আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে মণিরামপুর পৌরসভা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রাতদিন সংবাদ







