যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলীর নির্দেশনায় শনিবার সকালে ইছাপুর গ্রামের শিশুদের মাঝে এ খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এবিষয়ে প্রভাষক লিয়াকত আলী বলেন, বর্তমান সময়ে স্মার্ট ফোনে শিশুরা আসক্ত হয়ে পরেছে। মোবাইলে বিভিন্ন গেম নিয়ে পরে থাকায় তাদের মানসিক বিপর্যয় ঘটছে। শিশুরা যদি মাঠে যেয়ে এধরণের খেলা করে তাহলে তাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে। স্মার্ট ফোন থেকে শিশুদের দুরে রেখে খেলার মাঠে ফিরেয়ে আনতেই তার এ উদ্যোগ। এছাড়া আগামীতেও বিভিন্ন এলাকায় এ ধরণের উদ্যোগ গ্রহন করবেন বলে তিনি জানান। এসময় দেয়াড়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন ও আবু সাঈদ উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ







