Friday, December 5, 2025

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেতার ব্যাপক শোডাউন

চৌগাছা প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের তফশীল ঘোষণার আগেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতলেব আওয়ামী লীগের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

শনিবার বিকেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার ও প্রচারণা চালান। এদিন ইউনিয়নের পাশাপোল, রঘুনাথপুর, পলুয়া, দশপাখিয়া, বুড়িন্দিয়া, হাউলি, বাড়িয়ালী, রানিয়ালী ও গোপিনাথপুর গ্রামে তিনি জনগণের কাছে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। একইসাথে তিনি গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে আমি কাজ করব। দল আমাকে নৌকা প্রতীক দেবে। তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু, নির্বাহী সদস্য ওয়াজেদ আলী, প্রাক্তন শিক্ষক মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান, পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার, চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান এবং গোলাম মোস্তফা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর