Friday, December 5, 2025

যশোর সুরধুনী সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

সুরধুনী সংগীত নিকেতন যশোরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসাথে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১০ সংস্কৃতজনকে সম্মাননা জানান আয়োজকরা।সম্মাননাপ্রাপ্তরা হলেন, গীতিকবি ও সুরকার হিসেবে আশরাফ হোসেন, গণসংগীত শিল্পী ও সুরকার হিসেবে সুকুমার দাস, ভাস্কর্য শিল্পী হিসেবে মাহবুব জামাল শামীম, নাট্যচর্চা ও অভিনেতা হিসেবে সানোয়ার আলম খান দুলু, নৃত্যে জন সঞ্জিব চক্রবর্তী, বাদ্যযন্ত্র তবলায় বাসুদেব বিশ্বাস, বাদ্যযন্ত্র দোতারায় বিকাশ শীল, বাঁশিতে মকলেচুর রহমান ও বাউল সংগীতে মজিবুর রহমান  বিশ্বাস, মজিদ বাউল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন পর্বের এ অনুষ্ঠানে বিকেলে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় শিশুদের সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সংগীত ‘তাল তমালের দেশ’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে এককভাবে ছড়াগান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক, লোক সংগীত পরিবেশন করেন আরিফিন সিদ্দিকী আরশ, আদ্রিতা বড়াল, কৃষ্ণাদেব ভক্ত, সাদমান সামীন, অমৃতা দত্ত, শ্রেয়সী দাস, চৈতী রানি বসু, পপি খাতুন, গিয়াস উদ্দিন, চন্দনা সিংহ রায় ও শিপ্রা পাল। নজরুল সংগীত ও পাহাড়ী সংগীতের সাথে সমবেত নৃত্য পরিবেশন করেন অহনা, নিমিষা, শ্রেয়া ও রিমু।দ্বিতীয় পর্বে প্রদীপ প্রজ্জ্বালন, গুণিজন সম্মাননা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সুরধুনী সংগীত নিকেতন যশোরের সভাপতি হারুন অর রশিদ। স্বাগত বক্তৃতা করেন সুরধুনী সংগীত নিকেতন যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বক্তৃতা করেন গণসংগীত শিল্পী পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা সুকুমার দাস।শেষে একক সংগীত পরিবেশন করেন স্বর্ণপাল তুলি, মনিরুজ্জামান মুকুল, পৌষী পোদ্দার, দেবব্রত দাস, মঞ্জুরা রহমান, অর্ণব সাহা বসু, ললিতা বিশ্বাস, সুমন শেখ, জুনিথা দাস, শচীন বর্মন, ডলি রহমান, দেবব্রত চক্রবর্তী, মৌসুমী আক্তার, তাওহীদুল ইসলাম ও তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন তরিকুল ইসলাম তারু ও শিলা দাস।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর