বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিদেশি মদ, কসমেটিকসসহ এক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ৫৯ হাজার ৪৯৫ টাকা।
আটক ব্যক্তি হলেন শার্শা থানার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ইয়াকুব হোসেন (২৯)।
বুধবার (২৩ এপ্রিল) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিজিবির টহল দল এসব মাদক ও চোরাচালানপণ্য জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, শাড়ি, চকলেট, কাজুবাদাম, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী যশোর ব্যাটালিয়ন নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে এবং নিয়মিত সাফল্য অর্জন করছে।







