শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরীর ১০ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট তজিবর রহমান-মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ২০২১ সালের ৭ জানুয়ারী পাবলিক লাইব্রেরীর ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পাবলিক লাইব্রেরীর নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সহ-অধ্যাপক আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট তজিবর রহমান ও সহ-অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, অর্থ-সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন শামীম আক্তার লিখন, ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক জাফর ইকবাল লিটন। এছাড়া নির্বাহী সদস্য যথাক্রমে নাসরিন সুলতানা, অমেদুল ইসলাম, আকরামুল ইসলাম, শওকত আলী, সামাউল ইসলাম, সাহিদুজ্জামান সবুজ, আলমগীর, আক্তারুজ্জামান, হাবিবুর রহমান স্বপন ও রতন হোসেন। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা পাবলিক লাইব্রেরীর সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।
এরআগে ২০ ডিসেম্বর নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অধ্যক্ষ বলাই চন্দ্র পাল- অধ্যক্ষ মোজ্জাম্মেল হক পরিষদ মনোনয়ন প্রত্যাহার করে নিলে অ্যাডভোকেট তজিবর রহমান-মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায়। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১০ ডিসেম্বর অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র না সংগ্রহ করায় অধ্যক্ষ বলাই চন্দ্র পাল-অধ্যক্ষ মোজাম্মেল হক পরিষদ থেকে অর্থ-সম্পাদক পদে এসএম সাইফুর রহমান বাবুল ও সাংগঠনিক সম্পাদক পদে বিএম শফিকুজ্জামান রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
চৌগাছা পাবলিক লাইব্রেরীর নির্বাচনে-বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা







