শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর ৬ নারীকে ৩ মাসের সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের সুখপুকুরিয়া দাসপাড়া উদ্যোগ শিক্ষাকেন্দ্র প্রাক-প্রাথমিক স্কুল মাঠে এই সেলাই মেশিন প্রদান করা হয়।সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের চৌগাছা উপজেলা শাখা সভাপতি প্রকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া।
অন্যান্যের মধ্যে ইউপি সদস্য তারিক হাসান বাবুল, আতিয়ার রহমান, আজিজুর রহমান, রহিমা বেগম ও কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম ও ইমান আলী, অশ্রুমোচন সংস্থার প্রোগ্রামার নাসির উদ্দিন, দলিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের উপদেষ্টা শ্যামল দত্ত ও মহিলা সম্পাদিকা দিপীকা রাণি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে অশ্রু মোচন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় জার্মান সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড অর্থায়নে এই নারীদের ৩ মাসের ‘স্কীল ট্রেনিং অন ড্রেস মেকিং’ প্রশিক্ষণ দেয়া হয়। সেলাইমেশিন প্রাপ্ত দলিত নারীরা হলেন কনিকা দাস, স্বপ্না রাণি দাস, পল্লবী রাণি দাস, রেখা রাণি দাস, শিপিকা রাণি দাস ও স্বপ্না রাণি দাস।







