ঐতিহ্যের পরম্পরায় গড়ে ওঠা যশোরের সুপ্রাচীন সাংস্কৃতিক সংগঠন সুরবিতান সংগীত একাডেমী বর্ষবরণের প্রভাতী আয়োজনে এবারও যশোরবাসীকে ভাসিয়েছে আনন্দের বন্যায়। দীর্ঘ ৭৩ বছরের সাংস্কৃতিক পথচলায় প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করেছিল ভিন্নমাত্রার এক অনুষ্ঠান। তবে এবার ছিল এক চমকপ্রদ ব্যতিক্রম—পুরো আয়োজন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র প্রভাতী অনুষ্ঠানের মধ্যেই।
ভোর সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে। সুরবিতানের শিল্পীদের বর্ণিল সাজ, আর রওশন আলী মঞ্চে ছয়টা ত্রিশে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রবীণ শিল্পী—সব বয়সী সুরসাধকদের অংশগ্রহণে পরিবেশিত হয় হারানো দিনের গান, নজরুল ও রবীন্দ্রসংগীত, পাঁচ গীতিকবির গান, আবৃত্তি এবং নৃত্য।
অনুষ্ঠান শেষে ছিল আনন্দ শোভাযাত্রা, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানেই অতিথিদের জন্য আয়োজন করা হয় লুচি, বুন্দিয়া ও আলুর তরকারির প্রাতরাশ।
সাত দশকের বেশি সময় ধরে পথ চলা এই সংগঠনের সাথে যুক্ত অসংখ্য শিল্পী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা বসে প্রতি বছর বর্ষবরণে। প্রাণের টানে তাঁরা ছুটে আসেন অনুষ্ঠানস্থলে, ভাগ নেন মিষ্টিমুখের আয়োজনেও।
রাতদিন সংবাদ/আর কে-০৪







