Friday, December 5, 2025

বেনাপোলে আমদানিকৃত মালামাল লুট: মূলহোতাসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বেনাপোল: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে লুট হওয়া আমদানিকৃত ১০০ রোল কটন ফেব্রিক্স উদ্ধার এবং মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার আলীপুর গ্রামের হাফিজুর ইসলামের ছেলে রনি ওরফে মাছুম বিল্লাহ রনি এবং রসুলপুর গ্রামের আক্তার আলীর ছেলে শিবলুর রহমান।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল বেনাপোল পোর্ট থানায় বাদী বুলবুল আহম্মেদ একটি দস্যুতা মামলা দায়ের করেন। তিনি মেসার্স খলিলুর রহমান অ্যান্ড সন্স সিএন্ডএফ এজেন্সির বেনাপোল অফিসের ম্যানেজার। প্রতিষ্ঠানটি আমদানিকৃত মালামাল কাস্টমস ক্লিয়ার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে।

ঘটনার দিন গাজীপুরের আমদানিকারক ‘লাইলা স্টাইলস’-এর ১০৪ রোল কটন ফেব্রিক্স ঢাকায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাভার্ডভ্যানের মাধ্যমে মালামাল পাঠায়। পূর্বপরিচিত রাজিব হাওলাদারের সঙ্গে যোগাযোগ করে বাদী মালামাল পাঠানোর ব্যবস্থা করেন। রাজিব তার সহযোগী রনি নামে এক ড্রাইভারকে কাভার্ডভ্যানসহ পাঠান।

পথিমধ্যে বেনাপোলের কাগজপুকুর এলাকায় পৌঁছালে রাজিব ও আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে কাভার্ডভ্যানটি থামিয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং মালামালসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার মো. রাসেল মিয়ার নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। প্রথমে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। পরে ১২ এপ্রিল ঢাকার সাভার থেকে মূলহোতা রনিকে এবং তার তথ্য অনুযায়ী সাতক্ষীরার রসুলপুর এলাকা থেকে শিবলুর রহমানকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরার বিনোরপোতা এলাকা থেকে ১০০ রোল কটন ফেব্রিক্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর