Friday, December 5, 2025

অপ্রাপ্তবয়স্কার বিয়ে : মণিরামপুরে কনের বাবার জেল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :মণিরামপুরে আলিম প্রথম বর্ষের ছাত্রীর বিয়ের আয়োজন করায় বাবাকে দশ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সৈয়দ জাকির হাসান এই সাজা দেন।কলেজছাত্রীর নাম ফারজানা আক্তার রিয়া। তার বাবার নাম আশরাফ আলী (৫৯)। তিনি শহরের বিজয়রামপুরে বসবাস করেন। পেশায় ট্রাকচালক।
রিয়া বিজয়রামপুর আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। জন্মসনদ হিসেবে তার বয়স ১৬ বছর নয় মাস।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবুল কালাম শিমুল জানান, শুক্রবার দুপুরে একই উপজেলার ভরতপুর গ্রামের এক ছেলের সঙ্গে রিয়ার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ঘটনাস্থলে হাজির হন। আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। এরপর বাল্যবিয়ের অভিযোগে কনের বাবা আশরাফ আলীকে ধরে দশ দিনের সাজা দেন আদালত। বিকেল চারটার দিকে আশরাফ আলীকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ইউএনও সৈয়দ জাকির হাসান, সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর