Friday, December 5, 2025

শুক্রবার বৈদ্যতিক দোকান খোলা নিয়ে উত্তেজনা, সমিতির অভিযানে ১০ দোকানীকে সতর্ক

অভিযোগের তীর লেবার ইন্সপেক্টরের দিকে

যশোর বৈদ্যতিক দোকান মালিক কল্যান সমিতির নির্দেশনা উপেক্ষা করে কতিপয় ব্যবসায়ী শুক্রবারও তাদের দোকান খুলে ব্যবসা চালাচ্ছেন। যা নিয়ে চলছে সমিতির মধ্যে ব্যাপক উত্তেজনা। এরমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীরা শুক্রবার কেন দোকান খোলা রাখছেন তা জানতে চেয়ে যশোর বৈদ্যতিক দোকান মালিক সমিতিকে শোকজ করেছেন। বিষয়টি আমলে নিয়ে শুক্রবার সমিতির নেতৃবৃন্দ মাইকপট্টিসহ আশপাশের এলাকায় অভিযানে নামে। এসময় তারা দেখতে পান অন্তত ১০টি দোকান সমিতির নির্দেশনা উপেক্ষা করে খোলা রেখেছে। পরে তাদেরকে সতর্ক করা হয়। অন্যদিকে, অভিযোগ উঠেছে যারা শুক্রবারে দোকান খোলা রাখছেন তারা লেবার ইন্সপেক্টরকে জানিয়েই ব্যবসা পরিচালনা করছেন। বিনিময়ে একটি পক্ষ সপ্তাহে মাসোয়ারা তুলছেন।

সূত্রজানায়, বৈদ্যতিক দোকান মালিক সমিতির নির্দেশনা রয়েছে শুক্রবার সমিতির আওতাভুক্ত সকল দোকান বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা সব ব্যবসায়ীরায় মেনে চলতেন। গত কয়েকমাস ধরে কয়েকজন দোকান খোলা রাখা শুরু করে। একজনের দেখা দেখি আরও অন্যরাও দোকান খুলতে শুরু করে। একপর্যায় সমিতিতে এ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ছুড়াছুড়ি চলতে থাকে।

এ বিষয়ে দোকান কর্মচারীদেরকেও চাঁপ প্রয়োগ শুরু করে দোকান মালিকরা। এনিয়ে ক্ষোভ বিরাজ করে কর্মচারিদের মাঝেও। এরমাঝেই কেন শুক্রবার দোকান খোলা রাখা হচ্ছে তা জানতে চেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শোকজ করা হয় সমিতিকে। এরপর জোরে সোরে মাঠে নামে সমিতি। তারই অংশ হিসেবে শুক্রবার সমিতির নেতৃবৃন্দ অভিযানে নামে। এসময় তারা, রোকন ইলেক্ট্রনিক্স, জাহাঙ্গীর ইলেক্টনিক্স, ওলিয়ার ইলেক্টনিক্স, মেহেদী ইলেক্টনিক্স, ইসমাম ইলেক্ট্রনিক্স, ইব্রাহিম ইলেক্ট্রনিক্স, এলাহী ইলেকট্রিক, সান ইলেক্টট্রিক, আনোয়ার ইলেকট্রিক, আধুনিক ইলেক্ট্রনিক্সসহ বেশকয়েকটি দোকান খোলা দেখতে পান। সমিতির নিয়ম ভেঙে কেন দোকান খোলা রেখেছেন এর উত্তর তারা দিতে পারেন নি। এসময় সমিতির নেতৃবৃন্দ দোকান মালিক ও কর্মচারীদের সতর্ক করেন। পরবর্তিতে শুক্রবার দোকান খোলা রাখলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তারা।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন বৈদ্যতিক দোকান মালিক কল্যান সমিতির সভাপতি এম এ মুক্তাদির ডাবলু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিলন, সহসভাপতি সম্ভুনাথ মজুমদার, হাসানুজ্জামান হাসান, যুগ্ম সম্পাদক লাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ, উপদেষ্টা মন্ডলির সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এ বিষয়ে জানতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যশোরের উপপরিদর্শক আরিফুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর