বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ একষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—শাড়ি, কম্বল, চাদর, বিভিন্ন ধরনের চকলেট ও কিসমিস, মাছ ধরার পোল, ওষুধ, পান মসলা, জিলেট গার্ড ব্লেড এবং কসমেটিক্স পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭,৬১,৭৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আমাদের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”







