যশোরের শার্শা উপজেলায় জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করার পর তাদের নিয়ে রাতভর নাটকীয়তা চলার পর অবশেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সোমবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন— কাজীরবেড় গ্রামের মজিবর রহমান (৫২), আব্দুল হাকিমের ছেলে হারুন অর রশিদ (৫৬), আলী আহম্মাদের ছেলে ওয়ালিউল্লাহ (৫০), সালাম ব্যাপারীর ছেলে কালু মিয়া (৬২) এবং শুকুর আলীর ছেলে মারুফ হোসেন (৩৮)।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০ টায় শার্শা উপজেলার ইসলামপুর মোড়ের মজিবর রহমানের চায়ের দোকানে অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ পাঁচজন জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় আটককৃতদের স্বজনরা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে এবং তাদের থানায় নিয়ে যাওয়ার পথে বাধা দেয়। ঘটনাটি পরে হট্টগোলের সৃষ্টি করে। অন্যদিকে আর এক পক্ষ পুলিশের সঙ্গে রফাদফা করে আটককৃতদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়।
একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের থানায় আনার পর তাদের মুক্তি পেতে স্বজনরা মরিয়া হয়ে ওঠে। তারা রাজনৈতিক নেতাদের সাহায্য নেয়ার চেষ্টা ও বিভিন্ন মহলে দেনদরবার করেও ব্যর্থ হয়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।







