Friday, December 5, 2025

চৌগাছায় ঈদুল ফিতরের চাঁদরাতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঈদুল ফিতরের চাঁদরাতে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় চৌগাছা ভাস্কর্য চত্বরে এই আয়োজন সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে তুরাগ ইসলামী শিল্পী গোষ্ঠীর পক্ষে সংগীত পরিবেশন করেন ইবতিসাম আবরার ও সিদরাতুল মুনতাহ। সাইমুম ইসলামী শিল্পী গোষ্ঠীর হয়ে সংগীত পরিবেশন করেন আসিব ইকবাল। এছাড়া, রেনেসা ইসলামী শিল্পী গোষ্ঠী যশোরের পক্ষ থেকে ইউসুফ এবং বাতিঘর ইসলামী শিল্পী গোষ্ঠীর পক্ষে ইকরামুল ও মেহেদী হাসান মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। ইসলামী সাংস্কৃতিক এ আয়োজনে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ব্যতিক্রমী আয়োজন চৌগাছার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক অনন্য আবহ সৃষ্টি করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর