চৌগাছা (যশোর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের চৌগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নদুয়ার-১৭’। মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
স্বপ্নদুয়ার-১৭ এর এক প্রতিনিধি বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। কিন্তু অনেকেই নতুন পোশাক কেনার সামর্থ্য রাখেন না। তাই আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমাদের লক্ষ্য একটাই, যেন কোনো শিশু ঈদের দিন নতুন পোশাকের অভাবে কষ্ট না পায়। এই মানবিক কাজের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”
বস্ত্র বিতরণকালে স্বপ্নদুয়ার-১৭ এর সভাপতি জাবির আহমেদ, সহ-সভাপতি আবীর ফেরদৌস অয়ন, সাধারণ সম্পাদক আশীব ফেরদৌসসহ সংগঠনের সদস্য কামরুজ্জামান, আল শাহারিয়া আহমেদ, শিহাব হোসেন, সজীব রহমান, রিয়াদ আহমেদ, আবির রহমান শান্ত, শোয়াইব আক্তার পিয়াস, শাহরিয়ার নাফিস, রাজ মল্লিক, সুমির হোসাইন (টুনু মাষ্টার), তানভীর হাসান, মঈন বিল্লাহ ইথুন, আবীর হোসেন ইমু, গোলাম শাহারিয়ার জিহাদ, প্রমিজ খান, ইসমাইল হোসেন অপু, নাহিদ হোসেন, রাখী আজমীর তামান্না, শারমিন সুলতানা বিথী, জারিন আনজুম, নওশীন জান্নাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন পোশাক পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উভয় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন।







