নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করার পর ভুক্তভোগী প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। দীর্ঘদিন ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন আজিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, তিনি ও তার ভাই আব্দুল আলিম ২০১৪ সালে চৌগাছা উপজেলার পলুয়া মৌজার এসএ খতিয়ান ৮৩৮, আরএস ৭৯১, এসএ ৮৩৬ এবং আরএস দাগ ১৩১৩, ১৩১৪, ১৩১৫ নং দাগের মধ্যে ৩২ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতারণার মাধ্যমে একটি জালিয়াতি চক্র ৯৯৯ দাগের সাথে ৮৩৬ দাগ যুক্ত করে অবৈধ কাগজ তৈরি করেছে। তবে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডে ৯৯৯ দাগের সাথে ৮৩৬ দাগের কোনো সম্পর্ক নেই। দীর্ঘ ৫০ বছর পর ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে ওই জমি দখল করার অপচেষ্টা চলছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরও জমি দখলের উদ্দেশ্যে চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যে তার মালিকানাধীন ৩২ শতক জমির একটি মুরগির ফার্ম ভেঙে ফেলা হয়েছে, যার ফলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, জমিতে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে নেওয়া হয়েছে।
আজিজুর রহমান জানান, জমিটি তার ও তার ভাইয়ের যৌথ বৈধ দলিলভুক্ত সম্পত্তি। কিন্তু প্রতারণামূলকভাবে জাল দলিল তৈরি করে জমির নামজারি করিয়ে তা অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আদালতে আপিল মামলা দায়ের করেছেন। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন।







