চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন ও প্রতীকী ব্ল্যাক আউটসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়া, মাস্টার কামাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নৃশংস হত্যাযজ্ঞ স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও রাতে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়।
আর কে-০৮







